সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেকের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র কার্যকরী সদস্য ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, সিনিয়র সদস্য মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি সিলেট বাণীর প্রতিনিধি মাসুক মিয়া, সহ সভাপতি এনটিভি ইউরোপের জেলা প্রতিনিধ লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন, যুগ্ম সম্পাদক ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ বাংলানিউজ ও সিলেটভয়েসের জেলা প্রতিনিধি আশিকুর রহমান পীর, দপ্তর সম্পাদক জেটিভি’র জেলা প্রতিনিধি দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, প্রচার ও প্রকাশনা দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী ইমন, ক্রীড়া সম্পাদক দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি আল আমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাগো নিউজের প্রতিনিধি মোসাইদ রাহাত।
আরও বক্তব্য রাখেন- প্রেসক্লাবের কার্যকরী সদস্য দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি হাসান চৌধুরী কামরুল, সদস্য দৈনিক সুনামকন্ঠের সিনিয়র রিপোর্টার রেজাউল করিম, দৈনিক বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি দিলাল আহমদ, দৈনিক হিজল করচের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, জনতার সিলেটের প্রতিনিধি আল হাবিব, দৈনিক জৈন্তা বার্তা প্রতিনিধি মনোয়ার চৌধুরী।
সাধারণ সভায় প্রেসক্লাবের পরবর্তী কার্যক্রম বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।