সন্ধ্যা ৬:২১,   রবিবার,   ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের চারটি কেন্দ্রে বাউবি’র এসএসসি পরীক্ষা শুরু

স্টাফ রিপের্টার :
এবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জে প্রথম দিনে বাংলা প্রথমপত্রে অংশ নিয়েছে ৩৪৭ জন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সুনামগঞ্জ জেলার ৪ টি কেন্দ্রে বাউবি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাউবি সুনামগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের সূত্রে জানাযায়, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় ও বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৫৯ পরীক্ষার্থী মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩৪৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩১ জন, চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৮ জন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২ জন এবং বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কোন্দ্রে ৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরির্দশন করেন বাউবির স্কুল অব এডুকেশনের সহযোগী অধ্যাপক সাকিবা ফেরদৌসী, বাউবির সুনামগঞ্জ উপ- আঞ্চলিক কেনাদ্রের ইনচার্জ খোন্দকার মো. হুমায়ুন, সুনামগঞ্জ সরকারি জু্বিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।