দুপুর ১২:২২,   রবিবার,   ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সাংবাদিক হাসান শাহরিয়ার ও আশিষ চক্রবর্তী’র সাথে প্রেসক্লাবের মতবিনিময়

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের খ্যাতিনামা সিনিয়র সাংবাদিক হাসান শাহরিয়ার, ভারতের সিনিয়র সাংবাদিক আশিষ চক্রবর্তী, উনার সহধর্মীনী ভাসপতি চক্রবর্তী’র সাথে মতবিনিময় করেছে সুনামগঞ্জ প্রেসক্লাব।
মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি পংকজ কান্তি দে সভাপতিত্বে ও সহ-সভাপতি শামস শামীমের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ক্যান্সনার শনাক্তকরণ ডিভাইসের আবিষ্কারক ও বিজ্ঞানী মুহাম্মদ জহিরুল আলম সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হোসেন তওফিক, ইকবাল কাগজী, সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, জেলা রেডক্রিসেন্ট স্যোসাইটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, শহীদ জগৎ জ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ইকবাল কাগজী, প্রভাষক মশিউর রহমান, ডাচ বাংলা মোবাইল ব্যাংক কর্মকর্তা আশরাফ হোসেন লিটন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক, বিন্দু তালুকদার, কোষাধ্যক্ষ এর আর জুয়েল, দপ্তর সম্পাদক আকরাম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন, সাহিত্য সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, ক্রীড়া সম্পাদক বাংলানিউজের আশিকুর রহমান পীর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য খলিল রহমান, শাহজাহান চৌধুরী, এনাম আহমেদ, আহমেদ মুজতবা রাজি, সাংবাদিক মোসাইদ রাহাত, আল-আমিন প্রমুখ।
আলোচনা সভার শুরুতে সিনিয়র সাংবাদিক হাসান শাহরিয়ার, ভারতের সিনিয়র সাংবাদিক আশিষ চক্রবর্তী, উনার সহধর্মীনি ভাসপতি চক্রবর্তী’ ও বিজ্ঞানী মুহাম্মদ জহিরুল আলম ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা এবং তাদেরকে সুনামগঞ্জে বিশিষ্ট লেখকের লেখা বইগুলো উপহার দেন।