সকাল ১০:২০,   রবিবার,   ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিহার্য: পরিকল্পনামন্ত্রী

দ.সুনামগঞ্জ প্রতিনিধি :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। কাজেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিহার্য। যুবসমাজ অনেকটা পথভ্রষ্ট হয়ে মাদকের দিকে ধাবিত হয়। এতে সুন্দর জীবন নষ্ট হয়ে যায়। কাজেই যুবক বয়সে মাদকের পথে না গিয়ে খেলাধুলায় জোর দিতে হবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে আন্ত:ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হকের সভাপতিত্বে ও পশ্চিম পাগলা ক্রিকেট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. আজাদ হোসেনের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবদুল হেকিম ও আওয়ামী লীগ নেতা তেরাব আলী।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পূর্ব পাগলা ইউপির চেয়ারম্যান আক্তার হোসেন, দরগাপাশা ইউপির চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাক ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন ও সাবেক সদস্য সচিব রাজন হোসেন ।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্বাগতিক পশ্চিম পাগলার বিপক্ষে অংশ নেয় জয়কলস ইউনিয়ন ক্রিকেট টিম। খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন বাংলাদেশ আম্পায়ার এসোসিয়েশন সুনামগঞ্জের তালিকাভুক্ত আম্পায়ার আলী হোসেন ও দক্ষিণ সুনামগঞ্জ ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুব রহমান হাবিব। খেলায় ধারাভাষ্য দেন জুনেদ আহমদ, রুমেল মিয়া ও মাছুম আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ইউপির সদস্য আলী আহমদ, ক্ষিতিশ দেবনাথ, রনজিত সূত্রধর, শওকতুল ইসলাম, কবিন্দ্র দাস কবি, নূরুল হক, পশ্চিম পাগলা ক্রিকেট এসোসিয়েশের সভাপতি মনসুর উদ্দিন, সহ-সভাপতি শাহিন আহমদ, বদরুল আলম টিপু, সাধারণ সম্পাদক মো. কিবরিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আজাদ, সহ-সাংগঠনিক তানিম আহমদ, দপ্তর সম্পাদক মো. জমির হোসেন, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, নোহান আরেফিন নেওয়াজ, আলাল হোসেন রাফি, এন এ নাহিদ, এসোসিয়েশনের সহ-সম্পাদক বদরুল আলম প্রমুখ।