সকাল ৬:২৩,   রবিবার,   ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

এসএসসি পরীক্ষা : সুনামগঞ্জে প্রথম দিন অনুপস্থিত ৯৬পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার :
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় (এসএসসি) সিলেট বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৫৮ জন পরীক্ষার্থী। তবে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি।সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (০৩ ফেব্রুয়ারি) ১৪৬ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এ বিষয়ে পরীক্ষার্থী ছিল ৯২ হাজার ২২৬ জন। এদের মধ্যে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৯১ হাজার ৮৬৮ জন। অর্থাৎ প্রথম দিনেই অনুপস্থিত থেকেছে ৩৫৮ জন।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় ৩১ কেন্দ্রে ১৯ হাজার ৫৫০ জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে ১৯ হাজার ৪৫৪ জন উপস্থিত ছিল। অনুপস্থিত থেকেছে ৯৬ জন।