রাত ১২:২৩,   শনিবার,   ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ – পানির দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
বিদ্যুতের মূল্য বৃদ্ধি করায় সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। সোমবার সকালে শহরের পুরাতন বাসষ্টেশন এলাকায় পুলিশের বাধার মুখে বিএনপির দলীয় কার্যালয়ের সামনেই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে দলটির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আতম মিসবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন, জিয়াউর রহির শাহীন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও কামরুজ্জামান কামরুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি হওয়ায় দেশের জনগনের জীবন অতিষ্ট হয়ে উঠেছে। বিদ্যুতের পাশাপাশি গ্যাস ও পানির দাম বৃদ্ধিরও প্রতিবাদ জানিয়ে বলেন,“ জনগনের উপর অবিচার করছে সরকার, একের পর এক বিদ্যুৎ , গ্যাস ও পানির দাম বাড়িয়েই চলেছে, এতে নিম্ন আয়ের মানুষের জীবন ধারণ তীব্র ভোগান্তির মুখে পরেছে। অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানান বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি দলটির সভানেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা দ্রুত কার্যকর করতে আহবান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে জানান বক্তারা।