রাত ১২:১৯,   শনিবার,   ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে টিলা কেটে পাথর উত্তোলনের দায়ে কারাদণ্ড

ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টিলার পাথরসহ আব্দুল আলী (৬৪) নামের এক ব্যক্তিকে আটক করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে ইসলামপুর ইউনিয়নের হাদা টিলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।
দণ্ডিত আব্দুল আলী হাদা-চানপুর গ্রামের মৃত তছই উদ্দিনের ছেলে।
অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলন ও বিক্রির অপরাধে বন আইনে তাকে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। এ সময় উত্তোলনকৃত প্রায় ৩ হাজার ৬০০ ঘনফুট পাথর জব্দ করা হয়।
অভিযানে দোয়ারা উপজেলা বিট কর্মকর্তা নিতিশ চক্রবর্তীসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।