রাত ১০:৩২,   শুক্রবার,   ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্মপাশা হাওরে ফসল রক্ষায় সভা

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আটটি হাওরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ফসলরক্ষা বাঁধের কাজে নিয়োজিত প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সদস্য সচিবদের সাথে আগাম বন্যার ব্যাপারে অবহিতকরণ এবং ডুবন্ত বাঁধের কাজ মেরামত পরবর্তী রক্ষণাবেক্ষণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুর ১২টায় উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও সমকাল প্রতিনিধি এনামুল হকের পরিচালনায় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন প্রমুখ।