সকাল ৮:২৩,   শুক্রবার,   ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে করোনা’র সর্বশেষ তথ্য প্রতিদিন সন্ধ্যায় জানাবে স্বাস্থ্য বিভাগ!

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে করোনা ভাইরাসের তথ্য বা কোয়ারন্টোইনে কতজন রয়েছে সে বিষয়ে প্রতিদিন সন্ধ্যায় ৬ টায় তথ্য দিবে জেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার বিকেলে জেলা ইপিআই ভবনে অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানান সিভিল সার্জন ডা মো. শামছুদ্দিন।
সিভিল সার্জন ডা. মো. শামছুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুক, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শামস শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন আরো জানান, এখন পর্যন্ত সুনামগঞ্জে হোম কোয়ারন্টোইনে ৫ জন প্রবাসী রয়েছেন। যার মধ্যে দোয়ারাবাজার উপজেলার তিনজন, বিশ্বম্ভরপুর ও সদর উপজেলার একজন। করোনা প্রতিরোধে সকল স্থানে প্রচার ও প্রচারনা শুরু করা হয়েছে। সকল জায়গায় লিফলেট বিতরণ করা হচ্ছে তাছাড়া গেল জুম্মার নামাজে প্রতিটি মসজিদে সর্তক বার্তা প্রদান করা হয়েছে। তাছাড়া করোনা প্রতিরোধে সচেতনা বৃদ্ধির জন্য সোমবার থেকেই প্রতিটি উপজেলায় মাইকিং শুরু করাও হবে বলে জানানো হয়।
প্রধান অতিথি’র বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান বলেন, করোনা প্রতিরোধে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। বিশ্বের বড় বড় দেশগুলো যেখানে করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে সেখানে আমাদের গণবসতিপূর্ণ দেশ হওয়ায় করোনা প্রতিরোধে সর্তকতা অবলম্বন ছাড়া কোন উপায় নেই। যারা বিদেশ থেকে দেশে আসছেন তাদের প্রতি অনুরোধ আপনারা ১৪ দিনের কোয়ারন্টোইনে থাকবেন। তাছাড়া যারা জানতে পারবেন আপনার প্রতিবেশী বা আশে-পাশে কেউ বিদেশ থেকে এসেছেন তাহলে অবশ্যই স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে।