রাত ১২:২৩,   শুক্রবার,   ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বাড়ি বাড়ি গিয়ে প্রবাসীদের হোম-কোয়ারেন্টাইন পর্যবেক্ষণে ইউএনও

স্টাফ রিপোর্টার :
নভেল করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে পর্যবেক্ষণ করছেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মর্তা ইয়াসমিন নাহার রুমা।
শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গিয়ে বিদেশ থেকে প্রবাসীদের খোঁজ-খবর নেন তিনি। পরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্ত্তী প্রমুখ।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বলেন, বিভিন্ন দেশ থেকে সুনামগঞ্জ সদরে প্রবাসীরা এসেছেন তাই তাদের হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। সেজন্য আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পর্যবেক্ষণ করে আসলাম তারা সঠিক মতো কোয়ারেন্টাইনে আছেন কি না।