রাত ১২:১৯,   শুক্রবার,   ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধের নির্দেশ

তাহিরপুর প্রতিনিধি :
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য তাহিরপুরে  পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে ঔষধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সকল প্রকার মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ মার্চ) দুপুরে এ নির্দেশনা দেন তাহিরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা বিজেন ব্যানার্জি ।
নির্দেশনায় বলা হয়, ‘পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত করোনা ভাইরাস সংক্রামণ নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন সন্ধ্যা ৭টার পর ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া উপজেলার সকল প্রকার মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হলো। এ নিয়ম না মানলে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।