বিকাল ৪:২৭,   বৃহস্পতিবার,   ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ পৌর শহরে বৃত্তের ভেতর দাঁড়িয়ে করতে হবে কেনাকাটা

স্টাফ রিপোটার :
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃস্টির লক্ষ্যে শনিবার দিনব্যাপী পৌর শহরের বিভিন্ন পয়েন্টের ফার্মেসী এবং নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে জনসাধারণের অবস্থান চিহ্নিত কার্যক্রমে শুরু করছে ব্র্যাক।
এ কার্যক্রমে অংশগ্রহন করেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো.সহিদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মঞ্জুর মোর্শেদ, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নান, ব্র্যাক জেলা সমন্বয়ক এ কে আজাদ, টিবি কন্ট্রোল প্রোগ্রাম অমর চন্দ্র সরকার, সেক্টর স্পেশালিষ্ট (বিডিইউ) নির্মল কান্তি দাস প্রমুখ।
এ ব্যপারে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নান বলেন, করোনা ভাইরাসের কারণে যেনো সাধারণ মানুষ সামাজিক দুরত্ব বজায় রেখে তার নিত্য প্রয়োজনীয় বাজার ও ওষুধ ক্রয় করতে পারেন সেজন্য আমরা প্রতিটি দোকানের সামনে এমন গোল করে চিহ্ন একে দিচ্ছি।