সকাল ১০:২৫,   বৃহস্পতিবার,   ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দ্বিতীয় দিনেও ৩০০ পরিবারকে খাবার সামগ্রী দিলো জেলা যুবলীগ

স্টাফ রিপোর্টার :
করোন ভাইরাসের কারণে অসহায় ও গরীব মানুষদের দ্বিতীয় দিনের মতো ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছে সুনামগঞ্জ জেলা যুবলীগ।
বুধবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা,জাহাঙ্গীর নগর,রঙ্গারচর ইউনিয়নে ৩০০ জন হতদরিদ্র মানুষকে ৫ কেজি চাল, ১কেজি ডাল,২ কেজি আলু, আধা লিটার তেল বিতরণ করেন সুনামগঞ্জ সরদ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল।
বিতরণকালে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমদ, জেলা যুবলীগ সদস্য নুরুল ইসলাম বজলু ,সবুজ কান্তি দাস, সীতেশ তালুকদার মঞ্জু, জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র প্রমুখ।
এ ব্যাপারে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা গরীব অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছি। করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সচেতনতা খুব জরুরী, তাই আমরা যারা মেহনতি মানুষ তাদেরকেই খাবার সামগ্রী পৌছে দিচ্ছি।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে সরকারের দেওয়া ছুটিতে অসহায় ও গরীব ঘরবন্দী মানুষের মধ্যে খাবার সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করে সুনামগঞ্জ জেলা যুবলীগ।