সকাল ১০:২৩,   বৃহস্পতিবার,   ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় ইউপি সদস্যের উদ্যোগ হাত ধোয়ার ব্যবস্থা!

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিজ উদ্যোগে পথচারীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করলেন ধর্মপাশা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল কাশেম। উপজেলা পরিষদ সংলগ্ন কৃষি ব্যাংকের সামনের সড়কে পানির ট্যাঙ্ক স্থাপন করে তিনটি টেপের মাধ্যমে হাত ধোয়ার এই ব্যবস্থা করা হয়েছে।
বুধবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ধর্মপাশা থানার ওসি মো. দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, সমাজ সেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ, ইউপি সদস্য আবুল কাশেম প্রমুখ।
ধর্মপাশা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম বলেন, করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতেই আমি এই উদ্যোগে নিয়েছি। আশা করছি মানুষ এ থেকে কিছুটা হলেও উপকৃত হবে।’
#