সকাল ১০:১৭,   বৃহস্পতিবার,   ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দোয়ারায় মারা যাওয়া প্রবাসীর নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য বিভাগ

বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের জালালপুর এলাকায় মারা যাওয়া ওমান ফেরত ব্যক্তির(৪৯) নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দুপুরে নিউজ সুনামগঞ্জ কে একথা নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।
সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, মারা যাওয়া ব্যক্তির করোনা ভাইরাসের কোন উপসর্গ ছিল না। তিনি প্রবাসী হওয়ায় স্পেশাল হোম কোয়ারেন্টিনে ছিলেন। বুধবার রাতে পেট ব্যাথার কারণে গ্রাম্য চিকিৎসকের কাছে থেকে ঔষুধও খেয়েছিলেন। বৃহস্পতিবার সকালে পেট ব্যাথা বেড়ে বাড়িইে মারা যান। যেহেতু হোম কোয়ারেন্টিনের সময় পেরিয়ে যাবার পরও সরকারি নির্দেশে তিনি ঘরে ছিলেন, এজন্য তার নমুনা সংগ্রহ করার উদ্যেগ নিয়েছি। সিলেট সামছুদ্দিন হাসপাতাল থেকে লোক পাঠানো হয়েছে নমুনা সংগ্রহের জন্য। নমুনা সংগ্রহের পর দাফন করা হবে।
তিনি আরো জানান, মারা যাওয়ার ব্যক্তি বাড়ির সবাই এত দিন হোম কোয়ারেন্টিনে ছিলেন, তাদের আবারো কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আশেপাশের বাড়ির মানুষদের সতর্ক করা হয়েছে। তবে, আতঙ্কিত না হওয়ার জন্য বলা হয়েছে।