সকাল ১০:১৭,   বৃহস্পতিবার,   ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধে ছাত্রলীগ সদস্যের আবেদন

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাস প্রতিরোধে শ্রমজীবী,দিনমজুর ও নিম্নআয়ের লোকদের সকল কাজ বন্ধ রয়েছে। কিন্তু সকল পরিস্থিতি উপেক্ষা করে জামালগঞ্জে ওইসকল শ্রেণির পেশার লোকদের কাছ থেকে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় অব্যাহত রেখেছে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান।
করোনা পরিস্থিতিতে সকল এনজিও’র কিস্তি আদায় বন্ধের দাবি জানিয়েছেন জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য সায়েক রাজা।
গত ৩১ মার্চ জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেন তিনি।
লিখিত আবেদনে ছাত্রলীগের সদস্য সায়েক রাজা উল্লেখ করেন, করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে দরিদ্রদের কাজ বন্ধ থাকার পরও জামালগঞ্জ উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক, টিএমএসএস ও গ্রামীণ ব্যাংক গ্রাহকদের কাছ থেকে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় করছে। দ্রুত সকল এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধের দাবি জানান তিনি।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিংয়াকা পাল বলেন, এ ধরনের কোন আবেদন আমার হাতে এসে পৌঁছেনি। হয়তো অফিসে কোন আবেদন জমা হতে পারে।