রাত ১২:২০,   বৃহস্পতিবার,   ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে ব্যবসায়ীর উদ্যোগে ২ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার :
সারাবিশ্ব এখন থমকে গেছে করোনা আতঙ্কে, বাংলাদেশেও যখন করোনা ভাইরাসের কারণে অনেক স্থানে জনজীবন স্থবির। তখন অসহায় নিরীহ শ্রমিকদের পরিবার ও কর্মহীন পরিবারের মাঝে চলছে হাহাকার । সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন পর্যায়েও খাদ্য সামগ্রী বিতরণ চলছে। অসহায়দের পাশে দাড়াতে পিছিয়ে নেই ব্যাবসায়ীরাও।
বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের মসজিদ মার্কেটের সামনে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন ও সাচনা বাজার ইউনিয়নের দুই শতাধিক শ্রমজীবী মানুষের মধ্যে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাচনা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ নূরু মিয়া।
জামালগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদের উদ্বোধনের মাধ্যমে তিনি সকলের উদ্যোশে আহ্বান জানিয়ে বলেন, জনস্বার্থে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে পাশাপাশি যার যার অবস্থান থেকে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার জন্যে অনুরোধ করেন তিনি।