সন্ধ্যা ৬:২৯,   বুধবার,   ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের ৯ উপজেলা বিদ্যুবিহীন, ঝড়ে ক্ষত্রিগ্রস্ত সরবরাহ লাইন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। জেলার অধিকাংশ উপজেলায় শনিবার বিকেল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ঝড়ে মূল সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার গ্রাহক লাইনে সরবরাহ বন্ধ আছে।
খোঁজ নিয়ে গেছে, জেলার সদর উপজেলা, বিশ্বম্ভরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, তাহিরপুর, দিরাই, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, জামালগঞ্জ উপজেলায় সন্ধ্যা থেকেই বিদ্যুৎ বিহীন। বিকেলের ঝড়ের পর থেকেই এসব উপজেলায় অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুতের গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
অন্যদিকে জগন্নাথপুরে একটি লাইনে সচল থাকলেও অন্য একটি লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। ছাতক উপজেলাও বিদ্যু যাওয়া আসার মধ্যে আছে।
সুনামগঞ্জ বিদ্যু উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো, ইকরাম হাসান চৌধুরী বলেন, ঝড়ের আমাদের সরবরাহ লাইন অনেক জায়গায় ক্ষত্রিগ্রস্ত হয়েছে। বৃষ্টির জন্য অনেক জায়গায় ক্ষতিগ্রস্থ লাইনও মেরামত করা যাচ্ছে না। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার সময়সীমা বলা যাচ্ছে না।