সন্ধ্যা ৬:২৯,   বুধবার,   ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় বিভিন্ন কাঁচা বাজার খোলা মাঠে স্থানান্তর

ধর্মপাশা প্রতিনিধি :
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জের ধর্মপাশার বিভিন্ন স্থানে অবস্থিত কাঁচা বাজার পার্শ্ববর্তী খোলা মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ধর্মপাশা সদরের কাঁচা বাজারের কার্যক্রম জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সোমবার সকাল থেকে বসবে।
এছাড়াও বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে, গাছতলা বাজারের পেছনে খোলা মাঠে স্থানীয় কাঁচা বাজারের হাট বসবে। ওইসব বাজার সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত চালু থাকবে। এছাড়াও মধ্যনগর কাঁচা বাজার অন্যত্র স্থানান্তরের জন্য বাজার সংশ্লিষ্টদের প্রশাসনের পক্ষ থেকে রোববার চিঠি দেওয়া হয়েছে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তালেব বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকে নিজ দায়িত্বে প্রশাসনের নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনা করার বলা হয়েছে। এর ব্যতিক্রম হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।