সন্ধ্যা ৬:২৬,   বুধবার,   ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

করোনা : জগন্নাথপুরে ৩৮ জনের নমুনা সংগ্রহের ফলাফল এখনো আসেনি

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৩৮ জনের নমুনা পাঠানো হলেও এখনো ফলাফল আসেনি। যার কারণে অনেকটা আতঙ্কে রয়েছেন উপজেলার সাধারণ মানুষ।
রোববার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর বলেন, করোনা পরিস্থিতির আসার পর জগন্নাথপুর থেকে মোট ৩৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন ফলাফল আসেনি। তবে পজেটিভ হলে অবশ্যই ফলাফল এসে যেতো। এতে প্রতীয়মান হয় ফলাফল নেগেটিভ। তবুও অফিসিয়ালি কোন প্রতিবেদন না আসায় এখন কিছু বলা যাচ্ছে না।