দুপুর ২:২৫,   বুধবার,   ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকের বিশিষ্ট চিকিৎসক ডা. মঈন উদ্দিন করোনায় মারা গেছেন

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল পৌনে সাতটায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
ডা. মঈন উদ্দিন সুনামগঞ্জের ছাতক উপজেলার নাদামপুর গ্রামের কৃতি সন্তান। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন। তার পরিবারে একাদিক চিকিৎসক রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা আনিসুর রহমান জানান, তিনি আগে থেকেই ভেন্টিলেটরে ছিলেন। সংক্রমণ তার হার্টে ছড়িয়ে পড়েছিলো কাল রাত থেকে তার শরীর বেশি খারাপ করে। তিনি আরও জানান, সংক্রমণ বিধি মেনে ঢাকায়ই তার দাফন হবে।
প্রসঙ্গত, ডা. মঈন উদ্দিন সিলেটে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হয়েছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৯ এপ্রিল তাকে ঢাকায় নেয়া হয়েছিল।