সকাল ৬:৩২,   বুধবার,   ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে হোম কোয়ারেন্টাইন না মানায় পরিবারকে জরিমানা!

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে হোম কোয়ারান্টাইন না মানায় সদ্য ঢাকা ফেরত একটি পরিবারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কল্যানি গ্রামের নিরঞ্জন দাসের পুত্র নেহার দাস ও তার পরিবারকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইন যথাযথভাবে পালনের শর্তে ৫ শ টাকা জরিমানা করে আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ।
এ সময় থানার ওসি কেএম নজরুল, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, সিএ মোশাররফ হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ১৫ এপ্রিল নেহার দাস স্ব-পরিবারে ঢাকার মিরপুর থেকে তার গ্রামের বাড়ি কল্যানি গ্রামে আসে। হোম কোয়ারেন্টাইন না মেনে পরিবারের লোকজন যত্রতত্র যাতায়ত করছিল। গ্রামের লোকজন, করোনা মোকাবেলায় গঠিত ইউনিয়ন কমিটি ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা আমলে না নেওয়ায় পরিবারটিকে জরিমানা করা হয়েছে।
এছাড়া রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে হোমকোয়ারেন্টাইন না মানায় দুইটি পরিবারকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা সতর্ক করেছেন।