সকাল ৬:৩০,   বুধবার,   ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে ঘরের ভেতর অর্ধগলিত লাশ উদ্ধার

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই পৌর সদরের উপজেলা প্রশাসনিক ভবন ও পৌরসভা কার্যালয় সংলগ্ন একটি টিনসেড বাসা থেকে অর্ধগলিত লাশ পাওয়া গেছে। মৃত ব্যক্তি উপজেলার জগদল ইউনিয়নের হালেয়া গ্রামের মৃত মুসলিম উল্লার পুত্র আব্দুল কাইয়ুম (৬০)।
বুধবার সকালে প্রতিবেশীরা ওই ঘর থেকে দুর্গন্ধ পেয়ে ঘরের পেছনের খোলা দরজা দিয়ে খাটের উপর তার লাশ দেখতে পান। সংবাদ পেয়ে দিরাই থানা পুলিশ, পৌরসভার মেয়র, স্থানীয় গণমাধ্যমকর্মী ও আব্দুল কাইয়ুমের আত্মীয় স্বজন সেখানে উপস্থিত হন। পারিবারিক সূত্রে জানা যায়, বিগত প্রায় ১৫ বছর যাবত নিজের বড় বোনের এই বাড়িতে একাকী বাড়ি দেখাশোনা করতেন আব্দুল কাইয়ুম। সন্তান প্রসবকালে আব্দুল কাইয়ুমের স্ত্রী সন্তান মারা গেলে তিনি আর বিবাহ করেননি। একাকীত্বের জীবনে নিজেই রান্নাবান্না করতেন।
প্রতিবেশীরা জানান, তিনি বেশীরভাগ সময় দরজা বন্ধ করেই রাখতেন, মানুষের সাথে তেমন মেলামেশা করতেন না।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল বলেন, লাশের পাশে প্লেটে ভাত পাওয়া গেছে। এতে ধারণা করছি, ভাত খাওয়ারত অবস্থায় ৩/৪ দিন আগে স্ট্রোক কিংবা হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মৃত্যু নিয়ে পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।