রাত ২:১৭,   বুধবার,   ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কৃষকের ধান কেটে দিলো সুনামগঞ্জ পৌর ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকট এবং আগাম বন্যার আশঙ্কায় কৃষকের ধান কেটে দিয়ে ঘরে তুলে দিলো সুনামগঞ্জ পৌর ছাত্রলীগ।
শনিবার সকালে পৌরসভার কালিপুর এলাকা কৃষকের ২ বিঘা জমির ধান কেটে ধান কেটে দেয় নেতৃবৃন্দরা। এসময় শ্রমিক সংকটের মধ্যে ধান কেটে দেওয়ায় পৌর ছাত্রলীগকে ধন্যবাদ জানান ওই কৃষক।
এ ব্যাপারে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষর রায় বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনায় আমরা হাওরে ধান কেটেছি। করোনাভাইরাসের কারণে সৃষ্ট শ্রমিক সংকটের কারণে আমাদের মূললক্ষ্য বন্যার আগে ধানগুলো কৃষকের ঘরে তুলে দেয়া এবং ছাত্রলীগ সবসময় মানুষের পাশে রয়েছে।
ধান কাটায় অংশগ্রহন করেন, সুনামগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ইকবাল মাহমুদ শাহরিয়ার, সহ-সভাপতি মৃণাল শ্যাম, দেবব্রত দাস, তন্ময় তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জয় তালুকদার, রুহিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুদীপ কান্তি দাস, প্রচার সম্পাদক প্রান্ত কর ও ছাত্রলীগ নেতা টিপু তালুকদার ও সৈকত কর প্রমুখ।