সকাল ১০:২১,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

১৬ জন র‌্যাবসহ সুনামগঞ্জে আরও ২১ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে ১৬ জন র‌্যাব সদস্যসহ আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ২১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে।
জানাযায়, রোববার নতুন আক্রান্ত হওয়া ২১ জনের মধ্যে ১৬ জনই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ( র‌্যাব-৯ ) সিপিবি -৩ এর ১৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ২ জন এবং দোয়ারাবাজার উপজেলায় ১ জন ও জগন্নাথপুর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্ত ১৬৫ জনের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন ২১ জন ও র‌্যাবের সদস্য রয়েছেন ১৭ জন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে আজকে ২১ জনের করোনা শনাক্ত হয়েছেন, যার মধ্যে ১৬ জনই র‌্যাব সদস্য। আমরা তাদের আইসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা করছি। এখন পর্যন্ত করোনায় সুনামগঞ্জে কেউ মারা যায়নি তবে সুস্থ হয়েছেন ৬১জন।
উল্লেখ্য, গত মাসের ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত ব্যাক্তি শনাক্ত হওয়ার পর সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসন।