সকাল ৮:২১,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে স্বাস্থ্যবিধি না মানায় ৫ চালককে জরিমানা

দিরাই প্রতিনিধি :
করোনার কারণে সরকারি নির্দেশনা মোতাবেক আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশনা না মানায় ৫ মোটরযান চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ জুন) দুপুরে দিরাই-মদনপুর সড়কে অভিযান চালিয়ে অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক না থাকায় ৫ চালককে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা।
সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা জানান, করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ও আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন করার কথা থাকলেও, অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক না থাকায় ৫ চালককে ২ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।p