সকাল ৮:২০,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

৫জন র‌্যবসহ সুনামগঞ্জে করোনায় আক্রান্ত আরও ৯জন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে ৫ জন র‌্যাবসহ নতুন করে আরও ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে করোনায় আক্রান্ত হাওয়া ৯ জনের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭৪ জনে।
জানাযায়, সোমবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষা করা হলে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন র‌্যাব সদস্য, সুনামগঞ্জ পৌর শহরের একজন, ছাতক উপজেলার একজন, জগন্নাথপুর উপজেলার একজন ও দোয়ারাবাজার উপজেলার একজন আক্রান্ত হয়েছেন। এদিকে সোমবার সুনামগঞ্জে করোনা আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া ব্যক্তি আব্দুল হক ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকার বাসিন্দা। এছাড়া এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৬১ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সোমবার আক্রান্ত হওয়া ৯ জনের মধ্যে ৫ জন র‌্যাব সদস্য। এছাড়া ৪ উপজেলার একজন করে রয়েছেন। তাদের দ্রুত আইসোলেশনে নিয়ে আসা হবে।
উল্লেখ্য, গেল ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরবর্তীতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরপরই সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষনা করে জেলা প্রশাসন।