সকাল ৮:১৩,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে তৃতীয় ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হিরা মিয়া (৬৫) নামের আরেক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তিনি ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর এলাকার বাসিন্দা।
শনিবার সকালে তিনি তার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গেল বৃহস্পতিবার তার শরীরে করোনা পজেটিভ আসে।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে সুনামগঞ্জে করোনায় মৃত্যু হয়েছে তিনজন। মারা যাওয়া তিনজনই একই উপজেলার। এছাড়া সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত ২৭০ জন এবং সুস্থ হয়েছেন ৭৬ জন।
সিভিল সার্জন সূত্রে জানাযায়, করোনায় মারা যাওয়া হিরা মিয়া শুক্রবার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরবর্তীতে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসা প্রদান শেষে পুনরায় তাকে বাড়িতে পাঠানো হয়। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি বাড়িতেই মারা যান।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, করোনায় আক্রান্ত হয়ে সুনামগঞ্জে তৃতীয় জনের মৃত্যু হয়েছে। তিনি গেল বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হন। মারা যাওয়া ব্যক্তির জানাযা স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে।