রাত ১২:২৩,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী’র অনুদান পাচ্ছেন সুনামগঞ্জের ৩১৪ শিক্ষক ও ১১২ কর্মচারী

স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত হওয়া সুনামগঞ্জ জেলার নন এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের প্রদান করা হবে প্রধানমন্ত্রীর অনুদান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
জানাযায়, করোনাভাইরাসের কারণে সকল বিদ্যালয় বন্ধ থাকায় সকল শিক্ষকের পাশাপাশি বিপাকে পড়েন নন এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। বেতনভাতা বন্ধ থাকায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রেক্ষিতে সুনামগঞ্জে ৩১৪ জন শিক্ষক ও ১১২ জন কর্মচারীকে প্রধানমন্ত্রীর অনুদান দেওয়ার জন্য নির্ধারন করা হয়েছে। যার মধ্যে সুনামগঞ্জ জেলার নন-এমপিও ৩১৪ জন শিক্ষককে জনপ্রতি ৫ হাজার এবং ১১২ জন কর্মচারীর জনপ্রতি ২৫০০ টাকা করে মোট ৪২৬ জনকে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হবে।
জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, করোনাভাইরাসের প্রভাবে নন এমমিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা কষ্টের মধ্যে রয়েছেন। তাই প্রধানমন্ত্রী নির্দেশনা মোতাবেক সুনামগঞ্জের ৩১৪ জন শিক্ষক ও ১১২ জন কর্মচারীকে অনুদান প্রদান করা হয়েছে।