রাত ১০:২২,   রবিবার,   ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে আরও ৩২ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (২৭ জুন) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুনামগঞ্জের ৩২ রিপোর্টে পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। এ নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৯৫৯ জনে।
জানাযায়, শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ১৮৮ টি নমুনা প্রেরণ করা হলে সেখান থেকে ৩২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৬ জন, ছাতক উপজেলায় ৯জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, জগন্নাথপুর উপজেলায় ৩ জন, দিরাই উপজেলায় ৪ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ২ জন এবং তাহিরপুর উপজেলায় ৩ জন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জে শনিবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৪ জন এবং মৃতবরণ করেছেন ৫ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, শনিবার সুনামগঞ্জের ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে, সেখানে নতুন পুরাতন থাকতে পারে। তবে আক্রান্ত হওয়া সবাইকেই আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হবে এবং আক্রান্তদের সংর্স্পশে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।