রাত ৮:৩০,   রবিবার,   ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে করোনায় প্রথম মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক মুক্তিযোদ্ধার নমুনা ফলাফল পজিটিভ এসেছে। এর মধ্য দিয়ে এতদিন করোনায় মৃত্যুহীন থাকা তাহিরপুর উপজেলাতেও মারা যাওয়ার ঘটনা ঘটলো। শনিবার (২৭ জুন) ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুরে করোনা উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার (২৫ জুন) মৃত্যুবরণ করা মুক্তিযোদ্ধা (অব. প্রধান শিক্ষক) মতিউর রহমানসহ(৬৫) পরিবারের আরও ৩জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে, মৃত ব্যক্তি ও তার ১ছেলের নমুনার ফলাফল পজিটিভ আসে।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মুক্তিযোদ্ধা মতিউর রহমান উপজেলার বড়দল(দ.) ইউনিয়নের পাগলপুর গ্রামের মৃত মহর আলীর ছেলে।
অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি উপজেলার ভোলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সপ্তাহ খানেক ধরে সর্দি জ্বর, শাস কষ্ট, কফ ও বুকে ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে গত বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।