রাত ৮:২৮,   রবিবার,   ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগ‌ঞ্জে দ্রুত নাম‌ছে স‌ুরমা নদীর পা‌নি

স্টাফ রি‌পোর্টার :
বৃ‌ষ্টিপাত ও পা‌হা‌ড়ি ঢল ক‌মে যাওয়ায় দ্রুত নাম‌তে শুরু ক‌রে‌ছে সুনামগ‌ঞ্জের সুরমা নদীর পা‌নি। মঙ্গলবার সুনামগ‌ঞ্জের ষোলঘর প‌য়ে‌ন্টে সুরমা নদীর পা‌নি বিপদসীমার ১৫ সে.‌মি. উপর দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে।
সর্ব‌শেষ ২৪ঘন্টায় ৪৩মি.‌মি. বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে।
নদীর পা‌নি ক‌মে যাওয়ায় স‌ুনামগঞ্জ শহ‌রের অ‌ধিকাংশ জায়গা থে‌কে বন্যার পা‌নি নেমে গে‌ছে। ‌পা‌নি নে‌মে যাওয়ায় শহ‌রের বি‌ভিন্ন সড়‌কে যান চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে।
ত‌বে, শহ‌রের হা‌জিপাড়া, উত্তর আর‌পিননগর, শা‌ন্তিবাগসহ বেশ কিছু এলাকা জলামগ্ন অবস্থায় আ‌ছে। এসব এলাকাল অ‌নেক বা‌ড়িঘ‌রে এখনও পা‌নি না‌মে‌নি। সেসব এলাকার মান‌ুষ অ‌নেক দু‌র্ভো‌গে প‌ড়ে‌ছেন।
জেলা শহ‌রের স‌ঙ্গে বিশ্বম্ভরপুর উপ‌জেলার সড়ক যোগা‌যোগ কিছুটা স্বাভা‌বিক হ‌লেও তা‌হিরপুর ও জামালগঞ্জ উপ‌জেলার উপ‌জেলার স‌ঙ্গে জেলা শহ‌রের এখনও সরাস‌রি সড়ক যোগা‌যোগ বন্ধ র‌য়ে‌ছে।
অন্যদি‌কে নবীনগর-ধারারগাঁও সড়ক ভে‌ঙে যাওয়ায় কোরবান নগর, সুরমা, রঙ্গারচর, জাহাঙ্গীর ইউনিয়‌নের প্রায় লক্ষা‌ধিক মানুষ বিপা‌কে প‌ড়ে‌ছেন।
পা‌নি উন্নয়ন বোর্ড’র নির্বাহী প‌রিচালক সা‌বিবুর রহমান জানান, বৃ‌ষ্টিপাত না হ‌লে স‌ুরমার পা‌নি বিপদসীমার নি‌চে নে‌মে যা‌বে।