সন্ধ্যা ৬:৩৯,   রবিবার,   ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বন্যার্তদের মাঝে ইউপি সদস্য’র শুকনো খাবার বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
বন্যায় পানিবন্দী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৫৫০ টি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২ জুলাই) সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য মকবুল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে পশ্চিম পাগলার চন্দ্রপুর, রায়পুর ও শত্রুমর্দনের বন্যাকবলিত ৫৫০ টি পরিবারের মাঝে এসব শুকনো খাবার (চিড়া, মুড়ি, গুড়) বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে ইউপি সদস্য মকবুল হোসেন বলেন, ‘বন্যার মত প্রাকৃতিক দুর্যোগে জেলার মত আমার ইউনিয়নের অধিকাংশ পরিবার ও ক্ষতিগ্রস্থ হয়েছেন। পানিবন্দী অনেক অসহায় পরিবার মানবেতর দিন পাড় করছেন। এমন বিপদের সময় আমি ব্যক্তিগতভাবে চেষ্ঠা করেছি এসব পরিবারের পাশে দাঁড়াতে। আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ও এসব পরিবারকে সহযোগিতা করা হবে। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী ও উচ্চবিত্তদের ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।’
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক জামিউল ইসলাম তুরান , ইসলাম উদ্দিন প্রমুখ ।