রাত ১১:৩৯,   শনিবার,   ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে একদিনে করোনায় আক্রান্ত আরও ৪০ জন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বিগত কয়েকদিনে আক্রান্ত সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও রোববার করোনায় আরও ৪০ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩১৮ জনে।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
জানাযায়, রোববার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ১১৪ টি নমুনা পরীক্ষা করা হলে ৪০ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে, সুনামগঞ্জ সদর উপজেলায় ৩০ জন, দিরাই উপজেলায় ৫ জন, ছাতক উপজেলায় ২ জন, দোয়ারাবাজার উপজেলায় ২ জন ও বিশ্বম্ভরপুর উপজেলার একজন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৩৯ জন এবং মারা গিয়েছেন ১২ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে রোববার ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নতুন পুরাতন থাকতে পারে, তবে আমরা সবাইকেই আইসোলেশনে রাখার ব্যবস্থা করবো এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করবো।