বিকাল ৩:১৭,   শনিবার,   ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় কারেন্ট জাল ও চাঁই জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি :
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজার থেকে ৩০০ কেজি কারেন্ট জাল ও মাছ ধরার ৫০০ চাঁই জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় জাল ও চাঁই এর আর্থিক মূল্য প্রায় তিন লাখ টাকা। এছাড়া অভিযান চলাকালে এক কারেন্ট জাল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সালমুন হাসান বিপ্লব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, মধ্যনগর থানার এসআই সাইফুল ইসলাম। পরে জব্দকৃত কারেন্ট জাল ও মাছ ধরার চাঁই পুড়িয়ে ফেলা হয়।