সকাল ৯:১৬,   শনিবার,   ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে শেষবেলায় ঈদের কেনাকাটায় উপচে পড়া ভীড়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর :
রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। তাই ঈদ কে সামনে রেখে শেষবেলায় প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠেছেন উপজেলাবাসী।
বৃহস্পতিবার ও শুক্রবার রাত পর্যন্ত জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজার ঘুরে দেখা যায়, ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভির লক্ষ্য করা গেছে।
শহরের জগন্নাথপুর পুরোনা বাজারের গার্মেন্টসের দোকানগুলোতে ক্রেতাদের ঢলে জমজমাট হয়ে উঠে। এছাড়াও জুতার দোকান, কসমেটিকসের দোকান, কামার পল্লী, মসলাম বাজারসহ নিতে প্রয়োজনীয় পণোর দোকানেও ক্রেতাদের সমাগমে ঈদের আমেজ পরিলক্ষিত হয়েছে।
জগন্নাথপুর বাজারে ঈদের কেনাকাটা করতে আসা রফিক মি্য়া নামের এক ক্রেতা জানান, বসতবাড়ির চারপাশে এখনো বন্যার পানি। এতে দুর্ভোগ আর কষ্টের মধ্যে থাকলেও সন্তানদের খুশি রাখতে ঈদের নতুন জামা কাপড় কিনতে এসেছি।
জগন্নাথপুর বাজারের গার্মেন্টস ব্যবসায়ী জ্যােতিময় গোপ জানান, অন্যবছরের তুলনায় এবার তুনতামূলক ক্রয় বিক্রি হয়নি। তবে ঈদের শেষ মূর্গুতে বিক্রি বেড়েছে।
জগন্নাথপুর বাজার ব্যবস্থপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন জানাল, করেনাকালে সম্প্রতিকালে প্রবাসী অধুষিতে এ উপজেলায় তিনদফায় নাজাহাল হয়ে পড়েছেন উপজেলাবাসী। প্রবাসীদের আর্থিক সহযোগিতায় কারণে ঈদের উৎসাহ বাড়িয়েছে মানুষের। এরমধ্যে এবারের বোরো ফসলের বাম্পার ফলনের কারণে অনেকেই গোলাভরা ধান রয়েছে। এ দুইয়ে মিলে ঈদের শেষ মুর্হুতে মানুষ কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠেছেন।