সকাল ৯:২২,   শনিবার,   ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগ‌ঞ্জে ঈদের জামাত, ক‌রোনা থেকে মুক্তি পেতে দোয়া

স্টাফ রি‌পোর্টার :
সুনামগ‌ঞ্জে মসজিদে মসজিদে আদায় হয়েছে পবিত্র ঈদুল আজহার জামাত। নামাজ শেষে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া ছাড়াও দেশ-জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। তবে করোনার কারণে মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত ছিলেন।
সুনামগ‌ঞ্জে ঈদুল আজহার প্রধান জামাত অনু‌ষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে। সেখা‌নে পর পর তিন‌টি জামাত অনু‌ষ্ঠিত হয়। সেখা‌নে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঈদ জামাতে অংশ নেন মুসল্লিরা।
‌কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দে ঈ‌দের জামাত আদায় ক‌রেন, সুনামগঞ্জ-৪আস‌নের সাংসদ অ্যাড.পীর ফজল‌ুর রহমান, জেলা প্রশাসক আব্দুল আহাদসহ শহ‌রের গন্যমাম্য ব্য‌ক্তিবর্গ।
সরকা‌রি নি‌র্দেশনা থাকায় শহ‌রের ‌কোথাও ঈদগা‌হে জামাত অনু‌ষ্ঠিত হয়‌নি। মস‌জি‌দে মসজি‌দে জামাত অনু‌ষ্ঠিত হয়।
এ‌দি‌কে নিরাপত্তা নিশ্চিতে শহ‌রের মসজিদে মসজিদে মোতায়েন ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। ‌
জেলা পু‌লি‌শের বি‌শেষ শাখার কর্মকর্তা আ‌নোয়ার হো‌সেন মৃধা জানান, ঈ‌দের আ‌গে থে‌কেই পশু কেনা‌বেচার জন্য অ‌তি‌রিক্ত পু‌লিশ ফোর্স মোতা‌য়েন ছিল। ঈ‌দের দিনও মসজিদে মসজিদে মোতায়েন ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।