সকাল ৭:৩১,   শনিবার,   ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে বন্যার্তদের পাশে মুক্তা

জগন্নাথপুর প্রতিনিধি :
ঈদের আগের দিন গত শুক্রবার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা দুর্গত পরিবারদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা।
গত ৩১ জুলাই শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকার দুর্গতদের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেন তিনি। উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীনগর,গন্ধর্বপুর, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গোপ্রাপুর, ভুরাখালি, দাস নোয়াগাঁও, যাত্রাপুর ও হরিণাকান্দি গ্রামে বন্যা দুর্গত দুইশত পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে এ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আ. লীগ নেতা অনিল চন্দ্র দাস,আব্দুল বাছিদ, শিক্ষক রিপন দাস, সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমদ সেলিম, যুবলীগ নেতা সালেহ আহমদ, সুহেল মিয়া, শাফি মিয়া, শাহনূর আহমদ, দুলন মিয়া, ছাত্র লীগ নেতা জগন্নাথ দাস প্রমুখ।
এ ব্যাপারে মুক্তাদীর অাহমদ মুক্তা বলেন, করোনাকালে বন্যা দুর্গতদের অসহনীয় জীবনযাপন করতে হচ্ছে। নানা সীমাবদ্ধতার মধ্যে ইচ্ছে থাকা সত্বেও মানুষের কাছে যেতে পারিনি। তাই ঈদকে উপলক্ষ করে অসহায়দের পাশে থাকার এ সামান্য প্রচেষ্টা।রাজনৈতিক সহকর্মীদের সহযোগিতায় ঈদের অাগের দিন কিছু দরিদ্র মানুষদের কাছে সামান্য খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেরে খুবই ভালো লাগছে।