রাত ৩:১৫,   শনিবার,   ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শাল্লায় যুবদলে শৃঙ্খলা ভঙ্গকারীদের বহিষ্কারের দাবি আহ্বায়ক কমিটির প্রতিবাদ সভা

শাল্লা প্রতিনিধি :

শাল্লায় যুবদলের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়িয়ে যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাদের বহিষ্কারের দাবিতে প্রতিবাদ করেছেন উপজেলার ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি। ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ দুলাল, আব্দুর রাজ্জাক,মাহবুব আলম শিশু, আলতাফ হোসেন, রাকিব আহম্মদ।আরো বক্তব্য রাখেন  সদস্য আমির হোসেন (১), জিয়াউল হক, রিপন চৌধুরী, মহিবুর রহমান, রফিকুল ইসলাম, শহিদুল মিয়া, শাহানুর ইসলাম ও তোফাজ্জল হোসেন প্রমুখ। এসময় উপজেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক গোপাল চন্দ্র দাস বলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোঃ শওকত ও সাধারণ সম্পাদক অ্যাডঃ মামুনুর রশিদ কয়েছ ২৮ জুলাই এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। কিন্তু গত ৪ আগস্ট নবগঠিত কমিটির ২২জন সদস্য পদত্যাগ করেছেন বলে ভুয়ো খবর প্রকাশিত হয়। যা সত্য নয়। আমাদের যুবদলের ৪জন বিদ্রোহী সদস্য এই বিভ্রান্তি ছড়ায়। তারা হলেন ব্রজেশ রঞ্জন চৌধুরী, সাইফুল ইসলাম, রিয়াজুল হাসান টিটন ও আমির মিয়া (২)। এই ৪জন উপজেলা যুবদলের শৃঙ্খলা ভঙ্গের জন্য দায়ী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বিদ্রোহীদের  বহিষ্কারের দাবি নবগঠিত কমিটির।