রাত ৯:৩০,   শুক্রবার,   ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে সড়ক থেকে দোকানে ঢুকে গেল বেপরোয়া ট্রলি

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে বেপরোয়া একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে সরে গিয়ে একটি গার্মেন্টসের দোকান ঢুকে পড়ে। এতে দুইজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে শহরের জগন্নাথপুর থানা রোড়ের পাঠাগার মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে জগন্নাথপুর থানা রোড দিয়ে বেপরোয়া গতির অনুমোদনহীন একটি ট্রলি যাওয়ার পথে হঠাৎ করে নিয়ন্ত্রন হারিয়ে শহরের পাঠাগার মার্কেটে গুডলাক শপ নামের একটি গার্মেন্টসের দোকানের সামনের গ্লাস ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। এসময় শিপন আহমদের গুডলাক শপে ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে ঢুকে পড়ে। অল্পের জন্য দোকানে থাকা মালিক ও তার ভাই রক্ষা পেলেও ট্রলি আঘাতে দোকানে মালিক ও তার ভাই সাইদুল মিয়া আহত হন। ট্রলির আঘাতে দোকানে সামনের পানের দোকান ও দোকানের থাই গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়। আহত দুই ভাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা হয়।