সন্ধ্যা ৭:২৪,   শুক্রবার,   ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

স্বাধীনতাবিরোধীদের ইন্ধনেই নারকীয় হত্যা : জয়া সেনগুপ্তা এমপি

শাল্লা প্রতিনিধি :
সুনামগঞ্জ-২ আসনের এমপি ড. জয়া সেনগুপ্তা বলেছেন, এমাস জাতির শোকের মাস, এদিন জাতির শোকের দিন, আজকের দিনে জাতি শোকে মুহ্যমান ১৯৭৫ সালে ১৫ই আগস্ট স্বাধীনতাবিরোধীদের ইন্ধনে এবং যোজসাজশে এই নারকীয় হত্যাকাণ্ড। স্বধীনতার স্থপতি ও জাতির শ্রেষ্ঠ সন্তান
জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের স্বজনদের হত্যা করে ঘাতকরা। আমার নির্বাচনী এলাকা দিরাই শাল্লাবাসীর পক্ষ থেকে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করি।
১৫ আগস্ট সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে এসব কথা বলেন তিনি। এরপূর্বে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় ১মিনিট নীরবতা পালন করেন এমপি।
এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে শাল্লা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।