বিকাল ৫:৩৩,   শুক্রবার,   ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে চলন্ত এম্বু‌লে‌ন্সে ভে‌ঙে পড়‌লো গা‌ছের ডাল, অ‌ল্পের জন্য রক্ষা পে‌লেন চালক


স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে চলন্ত এম্বু‌লে‌ন্সের ওপর গা‌ছের ডাল ভে‌ঙে পড়ার ঘটনা ঘ‌টে‌ছে। এ‌তে গা‌ড়ি চালক প্রা‌ণে বাঁচ‌লেও জেলার বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যম্বু‌লেন্স‌টি ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রাথ‌মিক শিক্ষা ভবনের সম্মুখে এ ঘটনা ঘ‌টে।
এ্ম্বুলেন্সের চালক ক্ষিরোদ কুমার হাজং জানান, বিশ্বম্ভরপুর‌ থে‌কে করোনা ভাইরাসের সংগৃহীত নমুনা নিয়ে জেলা সদ‌রে আসার পথে হঠাৎই রাস্থার পা‌শের এক‌টি গাছের ডাল এম্বুলেন্সের ওপর প‌ড়ে। এ‌তে তি‌নি ভাগ্যক্র‌মে আহত না হ‌লেও গা‌ড়ির সাম‌নের গ্লাস ভে‌ঙে যায়। চল‌তি গা‌ড়ি‌তে গা‌ছের ঢাল ভে‌ঙে পড়ায় তাৎক্ষ‌ণিকভা‌বে হতভম্ব হ‌য়ে প‌ড়েন তি‌নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী দৈনিক বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি সাংবাদিক দিলাল আহমদ জানান, হঠাৎ ডাল ভেঙ্গে পড়ায় চলন্ত অবস্থায় এম্বুলেন্সটি বড় ধরণের দুর্ঘটনায় পড়তে পারতো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত গা‌ছের ডাল কাটা উ‌চিত, যা‌তে সড়কে এ ধরনের দুর্ঘটনা না ঘ‌টে।
বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চৌধুরী জালাল আহমদ মুর্শেদ রুমি, এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।