বিকাল ৫:৩১,   শুক্রবার,   ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় নারী শ্রমিকদের মাঝে চেক বিতরণ


ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশায় পল্লী সড়ক ও মেরামত কর্মসূচির আওতায় উপজেলার দুটি সড়কের রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ১৭ জন নারী শ্রমিকের মাঝে ৪০ ভাগ সঞ্চয়ী অর্থের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা গণমিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এসব চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউএনও মো. মুনতাসির হাসান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খান, ধর্মপাশা থানার ওসি মো. দেলোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পল্লী সড়ক ও মেরামত কর্মসূচির সুপারভাইজার মো. আলী আফজাল প্রমুখ।
১৭ জন মহিলা শ্রমিকের প্রত্যেককে ৮৮ হাজার ৯৩১ টাকার চেক দেওয়া হয়।