বিকাল ৩:১৯,   শুক্রবার,   ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান মজনু কারাগারে


স্টাফ রিপোর্টার :
একটি সংর্ঘষের ঘটনার মামলায় সুনামগঞ্জের ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনুকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
সোমবার সুনামগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মজনুসহ ৩জন হাজির হয়ে জামিন প্রার্থণা করলে বিচারক বেলাল আহমদ জামিন না মঞ্জুর করে আব্দুল ওয়াহিদ মজনুকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। একই সঙ্গে অপর দুই আসামির জামিন মঞ্জুর করেন আদালত।
আব্দুল ওয়াহিদ মজনু ছাতক শহরের তাতিকোনা গ্রামের মৃত আব্দুর রজাকের পুত্র ও ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ১০ জুন তাতিকোনা এলাকার আব্দুল ওয়াহিদ মজনু ও মৃত আছদ্দর আলীর পুত্র আঞ্জব আলী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ ব্যক্তি আহত হয়।
এ ঘটনায় ছাতক থানায় পাল্টাপাল্টি মামলাও দায়ের করা হয়। প্রতিপক্ষ আঞ্জব আলীর দায়েরী মামলায় আব্দুল ওয়াহিদ মজনুকে করা হয় ২ নাম্বার আসামী। সোমবার ঔই মামলায় হাজিরা দিয়েছিলেন মজনু।
এর আগে আব্দুল ওয়াহিদ মজনুর দুই ছেলেকে মারামারি একটি মামলায় কিছু দিন আগে আটক করে র‌্যাব। পরে আদালত তাদের জেল হাজতে পাঠান।