রাত ৩:২৪,   শুক্রবার,   ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা ও সুপারি আটক

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে চোরাই পথে আসা ভারতীয় কয়লা ও সুপারি আটক করা হয়েছে।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বুধবার লাউড়েরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/২-এস এর নিকট, বাদাঘাট(উ.) ইউনিয়নের যাদুকাটা নদী হতে ৯ হাজার কেজি ভারতীয় কয়লা ও গত শনিবার অপর আরেক অভিযানে সীমান্ত পিলার ১২০৩/৭-এস এর নিকট, শাহ আরেফিন নামক স্থান হতে ৫০ কেজি ভারতীয় সুপারি আটক করে।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় কয়লা ও সুপারি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।