সকাল ৯:১৯,   সোমবার,   ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

রঞ্জন ও সায়েম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে (১৯ অক্টোবর) সোমবার উদ্বোধন হয়েছে রঞ্জন-সায়েম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’২০২০। তাহিরপুর ফুটবল উন্নয়ন সমিতি এর আয়োজনে ৩২ টি টিমের অংশগ্রহণে মাসব্যাপী চলবে এ নকআউট ফুটবল টুর্নামেন্ট।
টুর্নামেন্ট এর উদ্বোধন করেন বাদাঘাট ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর ফুটবল উন্নয়ন সমিতি’র সভাপতি গণেশ তালুকদার, সা. সম্পাদক আবির হাসান-মানিক, ইউনাইটেড ক্লাব বাদাঘাট এর সভাপতি মাহবুব মল্লিক, সাপোর্ট ফোরাম তাহিরপুর উপজেলা সভাপতি বাদল চন্দ্র, সাংবাদিক কামাল হোসেন রাফি।
ঐতিহ্যবাহী বাদাঘাট হাই স্কুল খেলার মাঠে উদ্বোধনী খেলায় বাদাঘাট কিং ইলেভেন, কড়ইগড়া যুব সংঘকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে।
উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন রেফারি কামাল হোসেন ও তার দুই সহকারী হিসেবে ছিলেন কামাল হোসেন রাফি ও অপু তালুকদার।
উল্লেখ্য, রঞ্জন দাস ও সায়েম আহমেদ তাহিরপুর উপজেলায় কৃতি ফুটবলার হিসেবে পরিচিত। রঞ্জন দাস বাদাঘাট একতা সমাজ কল্যাণ ক্রীড়া চক্রের অন্যতম সদস্য অপরদিকে সায়েম আহমেদ বাদাঘাট মেঘালয় স্পোর্টিং ক্লাবের সদস্য ছিলেন। তাদের দু’জনের স্মৃতির স্মরণে ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন তাহিরপুর ফুটবল উন্নয়ন সমিতি কর্তৃপক্ষ।