ভোর ৫:৩২,   মঙ্গলবার,   ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বজ্রাঘাতে দুইজন নিহত

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে দিরাই উপজেলার ভাটিপাড়া ও কুলঞ্জ ইউনিয়নে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে।

কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে আব্দুন নূর (৪০) নামের এক কৃষক বজ্রপাতের আঘাতে নিহত হয়েছেন।

আব্দুন নূর রসুল পুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, তিনি তার গ্রামের পাশের টাংনির হাওরে কৃষি কাজ শেষে রাতের বেলা বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ কাল বৈশাখীর কবলে পড়েন তিনি। কোনও জায়গায় আশ্রয় নিতে না পারায় হাওরের পাশের সড়কেই বজ্রাঘাতে মারা যান আব্দুন নূর।

অপর জনের নাম পরিচয় পাওয়া যায় নি এখনও।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।