সকাল ১০:০৬,   সোমবার,   ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল

নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
ভারতে করোনাভাইরাস তুলনামূলক বেশি সংক্রমিত হওয়ায় বাধ্য হয়েই আরব আমিরাতে আইপিএল আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
গত সোমবার করোনা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার তিনদিনের ব্যবধানে চূড়ান্ত হয় আইপিএলের সূচি।
শুক্রবার আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে আইপিএল শুরু হবে।
আইপিএলে অংশ গ্রহণকারী আট দলের ফ্র্যাঞ্চাইজিকে আইপিএল শুরুর দিনক্ষণ জানিয়ে দেয়া হয়েছে। তবে আইপিএলের সূচি এখনও চূড়ান্ত হয়নি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে জানা যায়, আইপিএল ১২তম আসরের ৬০টি ম্যাচ দুবাই, শারজা ও আবু ধাবিতে অনুষ্ঠিত হবে।