সকাল ১০:০৩,   সোমবার,   ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাত্রলীগের উদ্যোগে সুনামগঞ্জ সরকারি কলেজে মুজিব কর্ণার

নিজস্ব প্রতিবেদক :
মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস সবার মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ছাত্রলীগের উদ্যোগে সুনামগঞ্জ সরকারি কলেজে মুজিব কর্ণার স্থাপন করা হয়েছে।

বুধবার সকালে কলেজে প্রশাসনিক কার্যালয়ে এ মুজিব কর্ণার স্থাপন করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ। এসময় প্রধান অতিথি হিসেবে মুজিব কর্ণারটি উদ্বোধন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক তারেক আহমদ, জমশেদ আহমেদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইদ আপন তৌফিক আহমদ, বর্তমান কমিটির সহ সভাপতি শাহরিয়ার আহমদ সাগর, সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ আহমেদ, জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক রাসিদুল হাসান ইফতি, উপ ক্রীড়া সম্পাদক শিমুল হাসন রাফি, সহ সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা ছাত্রলীগ নেতা, ফাহমিদ চৌধুরী, মেহেদী হাসান খান, রাজ পাল প্রমুখ।

মুজিব কর্ণার স্থাপনের ব্যাপারে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ বলেন, এদেশ স্বাধীন করার রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনার ইতিহাস জানা প্রত্যেকটি নাগরিক উচিত,
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জেনে যেন ছাত্র-ছাত্রীরা দেশ সেবায় নিয়োজিত হতে পারে সেই জন্য এই মুজিব কর্ণার স্থাপন করা হয়েছে।