রাত ১০:৩৯,   শুক্রবার,   ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শহরে ফ্যানের দাম অতিরিক্ত চাওয়ায় ইলেক্ট্রনিক্স দোকানে জরিমানা

স্টাফ রিপোর্টার:

ইলেক্ট্রনিক্স সমাগ্রির মূল্য নিয়ন্ত্রণে রাখতে সুনামগঞ্জে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার। সোমবার (২২ এপ্রিল) দুপুরে শহরের বিভিন্ন মার্কেটে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল আমিন।

এসময় ভোক্তা অধিকারকে সহযোগিতা করেন কনজুমান এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীসহ সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

জানা যায়,অভিযানে ফ্যানের গায়ে হাতের লেখা মূল্যে লেখার কারণে স্টেশন রোডের মোজাম্মেল ট্রেডার্সের মালিককে ২ হাজার টাকা, ফ্যানের অতিরিক্ত মূল্য চাওয়ার কারণে মধ্যবাজরের রহমান ইলেক্ট্রনিক্সকে এক হাজার টাকা এবং রায় ট্রেডার্সের মালিককে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল আমিন সাংবাদিকদের জানান, সারাদেশে তীব্র তাপদাহ প্রবাহ হচ্ছে। এ সুযোগে ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা ফ্যানের মূল্য বাড়িয়ে দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে সারাদেশে ভোক্তা অধিকার অভিযান চালাচ্ছে। সুনামগঞ্জেও অনিয়ম পাওয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছি।